বিদেশী বন্ধুর সাথে বাঁধাহীন কথা বলতে স্কাইপ ট্রান্সলেটর !


সারাবিশ্ব থেকে অসংখ্য ব্যবহারকারী স্কাইপ ব্যবহার করে থাকে, তবে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দেখা যায় ভাষার ক্ষেত্রে। এবার সেই সমস্যা দূর করতে স্কাইপ নিয়ে আসছে ট্রান্সলেটর সুবিধা।

ইন্টারনেটের এপারে বসে আপনি বলবেন বাংলায়, আর হাজার মাইল দূরে অন্য প্রান্তে আপনার কথা বিদেশি বন্ধুটি শুনতে পাবেন তাঁর নিজের ভাষায়৷ এমন স্বপ্ন এতদিন অনেকেই মনে মনে লালন করতেন, এবার স্কাইপ নিয়ে আসতে যাচ্ছে এমনি একটি ট্রান্সলেটর সুবিধা, যেখানে স্কাইপের এক দিকে বসে বাংলায় কথা বললে অপর দিকে অবস্থান করা বন্ধুটি তা তার নিজ দেশের ভাষায় ট্রান্সলেট করা অবস্থায় শুনতে পাবেন।
এর আগে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে স্কাইপের নতুন ট্রান্সলেটর সুবিধার বিষয়ে ঘোষণা করেন। মাইক্রোসফট কর্পোরেশন এই সেবার নাম দিয়েছে ‘রিয়েল টাইম স্কাইপ ট্রান্সলেটর’৷ নাদেলা’র ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমের জন্য স্কাইপের এই পরীক্ষামূলক সংস্করণটি উন্মুক্ত করা হবে৷
ভিডিওঃ

উল্লেখ্য, ৮ বিলিয়ন ডলারে মাইক্রোসফট স্কাইপ কিনে নিয়েছিল ২০১১ সালের মে মাসে, সেই থেকে মাইক্রোসফট স্কাইপ এর বিভিন্ন উন্নয়ন সংস্কার করে আসছে।

স্কাইপে ট্রান্সলেটর কিভাবে কাজ করবে তা দেখাতেই মাইক্রোসফট একটি অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে দেখা যায় মাইক্রোসফটের একজন ইংরেজিভাষী কর্মকর্তা স্কাইপে কথা বলেন তাঁর এক জার্মানভাষী সহকর্মীর সঙ্গে৷
বিদেশী বন্ধুর সাথে বাঁধাহীন কথা বলতে স্কাইপ ট্রান্সলেটর ! বিদেশী বন্ধুর সাথে বাঁধাহীন কথা বলতে স্কাইপ ট্রান্সলেটর ! Reviewed by sohel on December 21, 2014 Rating: 5
Powered by Blogger.