Mobogeine!! ইন্টারনেটে ব্রাউজিং এর সময় একটা লিংকে ক্লিক করলে মাঝে মাঝে অন্য ট্যাব খুলে, এটা মুলত হয় অ্যাডের কারণে। তার মধ্যে এই মোবোজিইনি যে কতবার ডাঊনলোড করেছেন,আপনি মনে হয় নিজেও জানেন না! শুধু মোবোজিইনিই না,এই অ্যাডগুলো খুবই বিরক্তিকর
জিনিস। যারা পিসি ইউজার তারা এই সফটটির কথা অনেকেই জানেন। এই ধরনের অনলাইন অ্যাড বন্ধ করতে এর জুড়ি নেই। এবার এন্ড্রয়েডের জন্যও চলে আসছে অ্যাডব্লকার। নিয়ে নিন এর পেইড ভার্শন। এখন আর অনলাইনে থাকা অ্যাড গুলি বিরক্ত করবে না আপনাকে। সে কারণে অনেক মেগাবাইট ও সাশ্রয় হবে আপনাদের।
বিঃ দ্রঃ ভালো ফল পেতে হলে আপনার ডিভাইসটি রুট করা এবং কমপক্ষে জেলীবিন হতে হবে।