ভোর বেলায় ঘুম থেকে জাগিয়ে দিবে আপনার কম্পিউটার

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন যদি এমন হয়, রাত্রে ঘুমানোর সময় আপনার কম্পিউটার ঘুমাবে এবং সকালে আপনার কম্পিউটার আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিবে কেমন লাগবে বলুনতো।

এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কিভাবে আপনার কম্পিউটার সময়মতো আপনাকে ঘুম থেকে উঠার জন্য ডাক দিবে।
তো চলুন শুরু করা যাক।

  • প্রথমে মাইক্রোফোন এর মাধ্যমে আপনি যে কথা বলাতে চান, তা রেকর্ড করে সেভ করুন।
  • তারপর ডেস্কটপ এর উপর mouse এর right বাটনে ক্লিক করে properties এ যান।

  • এখানে screen saver/power/hibernate এ গিয়ে enable hibernation এ টিক চিহ্ন দিয়ে ok করুন।
  • আবার power/advance এ গিয়ে When I press the sleep এ hibernate নির্বাচন করে ok দিয়ে বেরিয়ে আসুন।
  • যাদের keyboard এ sleep বাটন নেই, তারা when I press the power বাটনে hibernate নির্বাচন করে ok দিয়ে বেরিয়ে আসুন।
  • এখন control panel/Scheduled tasks/add scheduled/task/next/browse এ ক্লিক করে যেখানে ভয়েসটি সেভ করেছেন, সেখান থেকে কথা নির্বাচন করে( বিকল্প হিসেবে গানও নির্বাচন করতে পারেন)
  • open/daily/next/start time এ আপনার প্রয়োজন মত সময় নির্বাচন করে next এ ক্লিক করুন।
  • আপনার কম্পিউটার এ password দেওয়া থাকলে password দিয়ে next এ ক্লিক করে open advance এ টিক চিহ্ন দিয়ে finish এ ক্লিক করুন।
  • এখন setting এ গিয়ে wake the কম্পিউটার এ টিক চিহ্ন দিয়ে ওকে করে বেরিয়ে আসুন।
  • এখন আপনি রাত্রে ঘুমানোর সময় keyboard থেকে sleep বাটন চাপুন অথবা পাওয়ার বাটন চাপুন।
দেখবেন কম্পিউটার ঘুমিয়ে গেছে এবং সকালে ঘুম থেকে উঠে আপনাকে ডাকবে।

ভোর বেলায় ঘুম থেকে জাগিয়ে দিবে আপনার কম্পিউটার ভোর বেলায় ঘুম থেকে জাগিয়ে দিবে আপনার কম্পিউটার Reviewed by sohel on March 18, 2015 Rating: 5
Powered by Blogger.