Windows 8 ফাইল বা ফোল্ডার মুছে দেয়ার নোটিফিকেশন চালু করুন



এবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট টিপস যা আপনার পিসি পরিচালনার ক্ষেত্রে অগ্রধিকার ভূমিকা পালন করবে । আপনি যদি উইন্ডোজ ৮ ব্যবহার করে থাকেন তাহলে আপনি লক্ষ করবেন যে আপনার পিসি থেকে যেকোনো ফাইল বা ফোল্ডার মুছে ফেলার সময়ে  কোন নোটিফিকেশন (বিজ্ঞপ্তি) ছাড়ায় সেই ফাইলটি মুছে যায়।
*আজ আপনাদের দেখাব যেকোনো ফাইল বা ফোল্ডার মুছে ফেলার সময়ে নিশ্চিতকরণ নোটিফিকেশন বিজ্ঞপ্তি বক্স দেখাবে নিচের ছবির মত

যেকোনো ফাইল বা ফোল্ডার মুছে ফেলার সময়ে নিশ্চিতকরণ বিজ্ঞপ্তি চালু করার জন্য ডেক্সটপ এ অবস্থিত রিসাইকেল বিন (Recycle Bin) আইকন এর প্রোপার্টিজ (Properties) এ ক্লিক করুন।


এবার নিচের ছবির মত আসলে চিহ্নিত (Display Delete confirmation dialog) স্থানে টিক দিয়ে দিন এবং OK (ওকে) বাটনে ক্লিক করে সংরক্ষন করুন।

এবার যেকোনো ফাইল মুছে ফেলার সময়ে ঠিক পুর্ববর্তি উইন্ডোজ সংস্করণ (উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ 8) এর মত করেই ফাইল মুছে ফেলার নিশ্চিতকরণ  বিজ্ঞপ্তি দেক খাবে ঠিনিচের ছবির মত

আপনাকে ধন্যবাদ! এত কষ্ট করে এই ছোট টিউটোরিয়াল পড়ার জন্য । সামনে আবারও কিছু টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনসাআল্লাহ! সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


Windows 8 ফাইল বা ফোল্ডার মুছে দেয়ার নোটিফিকেশন চালু করুন Windows 8 ফাইল বা ফোল্ডার মুছে দেয়ার নোটিফিকেশন চালু করুন Reviewed by Unknown on March 04, 2015 Rating: 5
Powered by Blogger.