ব্লগস্পট দিয়ে ব্লগ তৈরি শিখুন পর্ব ২ ব্লগ Dashboard পরিচিতি ।

how to blog Dashboard for blogger

আমার আজকের পর্ব হল Dashboard পরিচিতি প্রথমে এখানে গিয়ে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের মত একটি পেজ open হবে চিত্রটি লক্ষ্য করুন এবং পয়েন্টের প্রতি খেয়াল রাখুন তাহলে বুঝতে সুবিধা হবে।

ব্লগস্পট দিয়ে ব্লগ তৈরি শিখুন পর্বের এটি ২য় পর্ব প্রথম পর্ব যারা দেখেননি তারা নিচের লিঙ্কে ক্লিক করে পর্বটি দেখতে পারেন
ব্লগস্পট দিয়ে ব্লগ তৈরি শিখুন পর্ব ১ ব্লগ Registration

আমার আজকের পর্ব হল Dashboard পরিচিতি প্রথমে এখানে গিয়ে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের মত একটি পেজ open হবে চিত্রটি লক্ষ্য করুন এবং পয়েন্টের প্রতি খেয়াল রাখুন তাহলে বুঝতে সুবিধা হবে।

how to blog Dashboard for blogger


১. এখানে বিভিন্ন ভাষা রয়েছে। আপনি আপনার ইচ্ছামত ভাষা পরিবর্তন করলেই আপনার Dashboard টি পরিবর্তন হয়ে যাবে।

২. এখানে গিয়ে আপনাকে আপনার বিস্তারিত তথ্য লিখে রাখতে হবে। অপশন অনুযায়ী আপনি আপনার ইচ্ছামত ফরম পূরণ করতে পারবেন। আপনি চাইলে আপনার তথ্যবলী সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। অর্থা সবাই আপনার Details সম্পর্কে জানতে পারবে।

৩. এখানে ক্লিক করলে আপনি আপনার ব্লগ দেখতে পারবেন।

৪. এখানে আপনি আপনার মূল্যবান নতুন পোষ্ট করতে পারেন। আমার প্রথম পর্বে নতুন পোষ্টের নিয়মাবলী দেওয়া হয়েছ।

৫. এখানে গেলে আপনি আপনার নতুন পুরাতন সকল পোষ্টগুলো দেখতে পাবেন এবং চাইলে ইচ্ছামত নতুন করে আপডেট করতে পারবেন।

৬. এখানে আপনার পোষ্টগুলোতে কে, কতজন, কি মন্তব্য করল ইত্যাদি দেখতে পারবেন ।

৭. এখানে গিয়ে আপনি আপনার ব্লগের ডিজাইন পরিবর্তন করতে পারবেন টেমপ্লেট পরিবর্তন করতে পারেন ব্লগ এডিট করতে পারেন

৮.  এই settings নিয়ে পরবর্তীতে টিউন করা হবে। (ইনশা আল্লাহ)

৯. ব্লগ ডেসক্রিপশন দিতে হবে যে বিষয়ে ব্লগটি

১০. ব্লগ এর নাম

১১. এখানে গিয়ে আপনি দেখতে পাবেন বর্তমান অতীতে কি পরিমাণ আপনার ব্লগটি পরিদর্শন করা হয়েছে।

১২. এখানে গিয়ে আপনার ব্লগে পেজ এড করতে পারেন

১৩এটা ব্লগ লে আউট এখানে গিয়ে widget যোগ করতে পারবেন।

আপাতত Dashboard বিবরণী কমপ্লিট আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনার পাশের মানুষ টি কে ভালো রাখবেন  আল্লহ হাফেজ 


ব্লগস্পট দিয়ে ব্লগ তৈরি শিখুন পর্ব ২ ব্লগ Dashboard পরিচিতি । ব্লগস্পট দিয়ে ব্লগ তৈরি শিখুন পর্ব ২ ব্লগ Dashboard পরিচিতি । Reviewed by sohel on May 27, 2015 Rating: 5
Powered by Blogger.