IDM V7.2 ফুল ভার্সন সফটওয়্যার $29.95 ডলার সাশ্রয় করুন

idm free download full version


অনেকেই আই.ডি.এম (Internet Download Manager) নাম কম বেশী শুনেছেন ইন্টারনেট ডাউনলোড মেনেজার সবচাইতে ভাল কাজ করে মজিলা ফায়ারফক্স এ। কারন মজিলায় IDM এর একটি এডঅন লোড হয়।

আর যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু এমন সব সফ্টওয়্যার আছে যেগুলো নেট থেকে সরাসরি ডাউনলোড হয় কিন্তু ডাউনলোড ফাইল থাকে না ওই ফাইলটি নিজ থেকেই IDM
ডাউনলোড শুরু করে দেয় যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর সুবিধা।

তাই এই ফুল ভার্সন ব্যবহার করুন যা রেজিস্ট্রেসন করার দরকার নাই    আর যারা ব্যবহার করেন না তাদের জন্য এর ফিচারগুলো আমি তুলে ধরব।
১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেনযে অটোমেটিক আপনার ইউআরএল এডাউনলোড লিংক এসে গেছে।

২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties
টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন  তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন দেখবেন ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।

৩। গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎভিডিও,অডিও,টেক্সট
ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

৪। Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও বন্ধ করে দিতে পারবেন।

৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট।

৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস
সম্পকে সচেতন করে।
IDM V7.2 ফুল ভার্সন সফটওয়্যার $29.95 ডলার সাশ্রয় করুন IDM V7.2 ফুল ভার্সন সফটওয়্যার $29.95 ডলার সাশ্রয় করুন Reviewed by sohel on June 20, 2015 Rating: 5
Powered by Blogger.