কীভাবে বাড়াবেন ওয়াইফাই স্পিড?

How-to-increase-WiFi-speed
বর্তমান সময়ে ইন্টারনেট একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস হয়ে দাড়িয়েছে। ইন্টারনেট দুনিয়ায় সবাই চায় একে অপরের সাথে সবসময় কানেক্ট থাকতে। অফিস  কিংবা বাড়ি, সোশ্যাল মিডিয়া, মেইল চেক করা ইতাদ্যি সব ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন। তাই বর্তমানে ওয়াইফাই রাউটার বসানোর চাহিদা ব্যাপক হারে বাড়ছে। কারণ হিসেবে বলা যায় এটির মাধ্যমে একদিকে যেমন একাধিক ডিভাইস এক সঙ্গে কানেক্ট করা যায়, তেমন যে কোনও জায়গায় বসেও ইন্টারনেট ব্রাউজ করা যায়।
ভালো রাউটার বসালেও বেশ কিছু কারণে ইন্টারনেটের স্পিড ভালো থাকে না। নিচের ৫টি বিষয় জেনে নিন,আর বাড়িয়ে নিন ওয়াইফাই স্পিড।
১.রাউটার বাড়ির মাঝখানে রাখুন
সাধারণত কানেকশন নেওয়ার সময় তারের পরিমাণ কম রাখার জন্য জানালার পাশে ঘরের এক কোনে রাউটার রেখে দেই আমরা। সবচেয়ে ভালো কভারেজ পেতে রাউটারকে বাড়ির মাঝের ঘরে রাখুন। মনে রাখবেন, ওয়াই-ফাই ওমনি-ডাইরেকশনালি ছড়ায়। অর্থাৎ, চোঙ থেকে আওয়াজ যে ভাবে বার হয় অনেকটা সে রকমই রাউটারকে কেন্দ্র করে সিগনাল ছড়াতে থাকে। তাই এক কোনও রাখলে অর্ধেক সিগনাল বাড়ির বাইরে চলে যাবে। ফলে স্পিড এমনিতেই কম পাবেন।
২.চোখের উচ্চতায় রাখুন
মাটি থেকে ৫ ফুট উচ্চতায় রাউটারটি বসালে সিগনাল সবচেয়ে ভালো মেলে। মোটামোটি নিজের চোখের উচ্চতায় রাউটার রাখুন। সিগনালে ব্যাঘাত ঘটাতে পারে এমন কোনও ডিভাইসের সঙ্গে রাউটার রাখবেন না। যেমন, কর্ডলেস ফোনের বেস, অন্য কোনও রাউটার, প্রিন্টার, মাইক্রোওয়েভ ইত্যাদি।
৩.কম ডিভাইস কানেক্ট করুন
এক সঙ্গে বেশি ডিভাইস কানেক্ট করলে ওয়াই-ফাই স্পিড অত্যন্ত কমে যাবে। এখন বেশ কিছু রাউটারে ডিভাইস ব্লক করার অপশন রয়েছে। যদি দেখেন কোনও নির্দিষ্ট ডিভাইস বেশি ব্যান্ডউইডথ টেনে নিচ্ছে, তাকে ব্লক করুন। শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজ করার জন্য ওয়াই-ফাই ব্যবহার করতে বলুন। যদি কেউ কিছু ডাউনলোড করতে চান, তাঁকে অপেক্ষা করতে বলুন বা নিষেধ করুন।
৪.রিপিটার কানেক্ট করুন
ওয়াই-ফাই স্পিড বেশ কিছুটা বাড়িয়ে দেবে রিপিটার। বাজারে এবং অনলাইন শপিং সাইটে বহু রিপিটার পেয়ে যাবেন। দাম মোটামোটি ১০০০ টাকা থেকে শুরু। কনফিগার করাও খুব সহজ। বাড়িতে যদি পুরনো কোনও ভালো রাউটার থাকে সেটাও রিপিটার হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে এর জন্য সেটিং পেজে গিয়ে কনফিগার করতে হবে।
 ৫.ইউএসবি রাউটার ব্যবহার করুন 
রাউটার কেনার আগে দেখে নিন তাতে ইউএসবি পোর্ট আছে কিনা। চেষ্টা করুন ইউএসবি পোর্টযুক্ত রাউটার কিনতে। কারণ ইউএসবি পোর্ট থাকলে তাতে এক্সটার্নাল হার্ড ড্রাইভ কানেক্ট করতে পারেন। এটা নেটওয়র্ক স্টোরেজের মতো কাজ করতে সমস্ত কানেক্টেড ডিভাইজের জন্য। অথবা প্রিন্টারও কানেক্ট করতে পারেন। এতে কোনও একটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করার প্রয়োজন পড়বে না। নেটওয়র্কে থাকা যে কোনও ডিভাইস থেকে প্রিন্ট দেওয়া যাবে। সাধারণত দেখা যায়, এ ধরনের রাউটার বেশ শক্তিশালী হয়। তাতে সিগনালও বেশ ভালো পাওয়া যায়।
কীভাবে বাড়াবেন ওয়াইফাই স্পিড? কীভাবে বাড়াবেন ওয়াইফাই স্পিড? Reviewed by sohel on December 09, 2018 Rating: 5
Powered by Blogger.