মিয়ানমার নিয়ে টুইট করে তোপের মুখে টুইটারের প্রধান

Tweeted-with-Myanmar-Twitter-chief-said-in-the-face-of-Twitte

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জেক ডরসি মিয়ানমারকে পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরে টুইট লিখে বেকায়দায় পড়েছেন।
মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বব্যাপী যখন সমালোচনা চলছে, ঠিক এমন সময় মিয়ানমারের প্রশংসা করে ডরসি লিখেছেন, ‘সেখানে মানুষেরা আনন্দ-ভরপুর আর খাবার-দাবারও অসাধারণ।’ শুধু তাই নয় মিয়ানমার নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি পোস্ট দিয়েছেন ডরসি।
সেগুলোতে বলা হয়, গত মাসে তিনি মিয়ানমারের উত্তরাংশে ভ্রমণ করেছেন। মেডিটেশন বা ধ্যানকে কেন্দ্র করেই মূলত ছিল তার এই বিশেষ পরিভ্রমণ।
টুইটারে জ্যাক ডরসির প্রায় ৪০ লাখ ফলোয়ার বা অনুসরণকারী রয়েছে। এই ব্যাপক সংখ্যক অনুসরণকারীদের সামনে তিনি মিয়ানমারকে ভ্রমণের ইতিবাচক গন্তব্য হিসেবে তুলে ধরলেও সেখানে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে নির্যাতন, নিপীড়নের ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি একেবারেই উপেক্ষা করে গেছেন বলে মনে করছেন সমালোচকেরা।
এই পোস্টে একজন মন্তব্যকারী বেশ কড়া ভাষায় লিখেছেন, ‘এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন পরামর্শ।’ মিয়ানমারের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এই ব্যক্তি আরও লেখেন, ‘এত নিউজ, এত হৈ চৈ-কোলাহল হচ্ছে। অথচ এই নিয়ে উনার প্ল্যাটফর্মে কোনো মনোযোগ নেই?’
গত বছর রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংস অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী। এই অভিযানে নিহত হয়েছে শিশু ও নারীসহ কয়েক হাজার নিরীহ মানুষ। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা বহু নারীকে ধর্ষণ করেছে এবং জ্বালিয়ে দিয়েছে রোহিঙ্গাদের গ্রাম ও জমির ফসল। জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে কয়েক লাখ রোহিঙ্গা।
সূত্র: বিবিসি বাংলা
মিয়ানমার নিয়ে টুইট করে তোপের মুখে টুইটারের প্রধান মিয়ানমার নিয়ে টুইট করে তোপের মুখে টুইটারের প্রধান Reviewed by sohel on December 14, 2018 Rating: 5
Powered by Blogger.