উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব - ১৭ উইন্ডোজ ৭ সেটআপ দিতে পারেন না? আসুন !


বিসিমিল্লাহীর রহমানির রাহীম
আজকাল দেখা যায় যে, নিম্ম মধ্যবিত্ত থেকে শুরু করে সমাজের প্রায় সকল স্তরের লোকেরাই কমবেশী ল্যাপটপ/কম্পিউটার ব্যবহার করে থাকেন। সাধারণত কিছু দিন পর পরই এসকল ল্যাপটপ/কম্পিউটারে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ সেটআপ/ইনিষ্টল দিতে হয়।
তবে বলতে হবে যে, এখন অনেকেই আছেন যারা উইন্ডোজ ৭ সেটআপ দিতে পারেন। কিন্তু যারা এখনো পারেন না তাদের জন্যই আমি এই বইটি লিখেছি।
সাধারণত উইন্ডোজ সেটআপ দেওয়া তেমন কোন কঠিন কাজ না। কিন্তু এখনোও অনেকেই আছেন, যারা পিসিতে/ল্যাপটপে উইন্ডোজ সেটআপ দিতে পারেন না। যার ফলে কিছু দিন পর পরই সার্ভিসিং সেন্টারে ধর্ণা দিতে হয়। ঢাকাতে আমার জানামতে বর্তমানে প্রতি পিসি/ল্যাপটপকে উইন্ডোজ সেটআপ দিতে হলেই সর্বনিম্ম বিল ৫০০/- টাকা। অথচ এই কাজটি আপনি ঘরে বসেই ৩০/৪০ টাকার একটি ডিভিডি ডিক্স ব্যবহার করে মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যেই করে নিতে পারেন!
যারা এখনও উইন্ডোজ 7 সেটআপ দিতে পারেন না তাদের জন্য আশা করিছি নিচের বইটি দারুন উপকারে আসতে পারে।
Windows 7 installation সম্পর্কিত ‌এই বইটির নাম হল…… উইন্ডোজ 7 সেটআপের চিত্রসহ বিস্তারিত নিয়মাবলী
এটি একটি বাংলা ইবুক। এতে প্রচুর পরিমাণে স্ক্রীন শর্ট দেওয়া আছে যার ফলে Windows 7 installation বা সেটআপ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশআল্লাহ। বইটির ওজন মাত্র 400 কেবির মত :)
ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন….


উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব - ১৭ উইন্ডোজ ৭ সেটআপ দিতে পারেন না? আসুন ! উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব - ১৭ উইন্ডোজ ৭ সেটআপ দিতে পারেন না? আসুন ! Reviewed by sohel on December 20, 2014 Rating: 5
Powered by Blogger.