জনপ্রিয় ৩ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন
Akismet একটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস প্লাগিন এই প্লাগিনটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কে কি কমেন্ট,স্পাম করলো আপনি দেখতে পারবেন এক নিমেষেই এর কিছু দারুন ফিচার আছে যেমন,
- স্বয়ংক্রিয়ভাবে সকল মন্তব্য চেক করে এবং সকল স্পাম ফিল্টার করে দূর করে দেয়
- প্রত্যেকটি মন্তব্যের সকল তথ্য এর কাছে থাকে তাই আপনি সহজ ভাবে এটা ব্যাবহার করতে পারেন
- আপনার ব্লগে যে মন্তব্য করবে তার ওয়েবসাইট এর লিঙ্ক দেখাবে
- এখানে যে মডারেটর থাকবে সে কে কয়টা মন্তব্য করবে সেটা জানতে পারবে
- সব দিক দিয়ে এই প্লাগিনটা আপনার ওয়েবসাইটের জন্য খুব উপযোগী
Jetpack আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য খুবই পুপলার একটি প্লাগিন। এইটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটি খুব ভালো ভাবে পরিচালনা করতে পারেন এর কিছু চমৎকার ফিচার আছে যেমন,
- আপনার ওয়েবসাইট আপনি নানা ভাবে কাস্টমাইজেশন করতে পারবেন আপনার ইছহা মত, স্পাম ফ্রী ফোরাম এর সাথে যোগাযোগ করা, কালার পরিবর্তন
- আপনি ইচ্ছা করলে ফোন কিংবা ট্যাবলেট এর জন্য থিম পরিবর্তন করতে পারেন
- কন্টেন্ট টুলস
- ভিজিটর সংশ্লিষ্ট সব কিছু জানা
- ওয়েবসাইট পারফরম্যান্স দেখা
- সিকিউরিটি অনেক বেশি আপনার সাইটের
গুগোল অ্যানালিটিক্স ওয়ার্ডপ্রেস এর একটি জনপ্রিয় প্লাগিন। এবং এটার মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের সকল কিছু পর্যবেক্ষণ করতে পারবেন এক ক্লিকেই আসুন এর কিছু চমৎকার ফিচার সম্পর্কে জেনেনি
- খুব সহজেই এটা আপনি ইন্সটল করতে পারবেন আপনার ওয়েবসাইটে
- এই প্লাগিনটা আপনার সকল ধরনের ট্র্যাকিং কোড অ্যানালিটিক্স করে খুব দ্রত
- আপনার ওয়েবসাইটের সকল ভিজিটর আপনি লোকেশন সহ দেখতে পারবেন
- বিকল্প ভাবে সকল কিছু এটা কাউন্ট করে
- আউটবাউন্ড লিঙ্ক ও ডাউনলোড ট্র্যাকিং করে
এছাড়া আরো অনেক চমৎকার সব ফিচার আছে এই প্লাগিনটাতে আশা করি আপনাদের কাজে দিবে
ত বন্ধুরা আজ আর নয় আশা করি আগামিতে ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব। সবাই ভালো থাকবেন
কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান । |
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
|
জনপ্রিয় ৩ টি ওয়ার্ডপ্রেস প্লাগিন
Reviewed by sohel
on
April 13, 2015
Rating: