কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান

How-to-make-your-pc-laptop-run-faster-4-simple-steps

বগুড়া সিটি ২৪ তে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশাকরি ভাল যাইহোক এবার কাজের কথায় আসি আজ আপনাদের জন্য সাধারন  টি টিপস  নতুনদের জন্য জানা থাকলে মাফ করবেন 

কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে একটি প্রধান কারণ কম্পিউটারের ভুলভাল ফাইল, ফোল্ডার যেখনে, সেখানে জমা হয়ে থাকার পিসি আনাচে কানাচে থেকে সকল অপ্রয়োজনীয় ফাইল, কুকি, অপ্রয়োজনীয় রেজিস্ট্রি কী, বিভিন্ন সফটওয়্যার দ্বারা সৃষ্ট টেমপোরারি ফাইল ইত্যাদি খুঁজে বের করে পরিস্কার করতে পারেন এর মাধ্যমে আপনি আপনার আপ্রয়জনিয় ফাইল রিমুভ করে পিসির স্পীড বারাতে পারবে খুব সহজেই।
  1. ইন্টারনেট ব্রাউজার গুলোর কুকি, টেম্প ফাইল, রিসেন্ট ফাইল সব খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবেন।
  2. এর মাধ্যমে আপনি আপনার পিসি টোটালি পরিস্কার পরিছন্ন করে রাখতে পারবেন এই কাজ গুলো আপনি সফটওয়্যার ছাড়াও করতে পারেন বিস্তারিত জানতে ভিডিও দেখুন আমার জানা মতে সফটওয়্যার এর চাইতে ভিডিওতে যে টিপস এটাই বেটার খোদা হাফেজ


CSS শিখার জন্য বাংলা ইবুক ।


বন্ধুরা সবাই ভাল আছেন তো আসাকরছি খুব ভাল আছেন আমিও আপনাদের দোয়াতে খুব খুব ভাল আছি আজকে আমি আপনাদের খুব কাজের একটি ইবুক শেয়ার করবো   ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।


কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান Reviewed by sohel on April 03, 2015 Rating: 5
Powered by Blogger.