SEO ওয়েবমাস্টারদের কিছু সাজেস্ট এবং কিছু প্রয়োজনীয় লিংক


SEO ওয়েবমাস্টারদের লক্ষ্য করে বলছি, আপনি যে সারাক্ষন আপনার সাইটের হোমপেজের লিংক নিয়ে বসে থাকেন ব্যাকলিংক করার জন্য এই ফাকে সবথেকে বড় একটা ভুল যে করে বসে থাকেন তা কি জানেন। একটা সাইটের SEO কিন্তু শুধুমাত্র হোমপেজের লিংক আপ কেই বুঝায় না।বরং সার্বিক দিক আপনার বিবেচনা করতে হবে।

একটা বিষয় লক্ষ্য করলেই বুঝবেন যখন একজন ভিসিটর গুগলে সার্চ দেয় সে কিন্তু আপনার হোমপেজের কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় না বরং সে যা চায় তার যেকোনো একটা সেনটেন্স দিয়ে সার্চ করে বিষয়টা আরেকটু বুঝার সুবিধার্থে একটা উদাহরন দেয়

“ধরুন বর্তমানে একটা নিউ মুভি ট্রেন্ড চলতেছে “The seven sons” এখন যে কোন ভিসিটর যদি ব্রাউসারে সার্চ দেয় সে কিন্তু “the seven sons” এই কিওয়ার্ড দিয়েই সার্চ দিবে।কিন্তু আপনার সাইট টি কিন্তু এই কিওয়ার্ড দিয়ে ডোমিন করা না বরং আপনার টা অন্য কোন ডিফল্ট মুভি রিলেটেড নাম।

তাহলে গুগল কখন আপনার সাইট টি ভিসিটরের সামনে তুলে ধরবে…?

এখন বলি যখন ভিসিটর সার্চ ইঞ্জিনে সার্চ দেয় সার্চ ইঞ্জিন কি করে তার কিওয়ার্ড রিলেটেড আর্টিকেল লিংক তার সামনে নিয়ে আসে।তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার সাইট থেকেও বেশি যে বিষয়টি গুরুত্ব দেয় সেটা হলো আর্টিকেল প্রাইরটি

এখন দেখা যাক সার্চ ইঞ্জিনের আলগরিদম অনুযায়ী সার্চ ইঞ্জিনগুলা সাধারনত কি কি বিষয় খেয়াল রেখে একজন ভিসিটর কে তার কাঙ্ক্ষিত রেসাল্ট ডিসপ্লে করেঃ-
.ul. সার্চ ইঞ্জিন প্রথমে দেখে ভিসিটর কি কিওয়ার্ড ব্যবহার করেছে
.ul. এই কিওয়ার্ড টি কোন কোন ওয়েবসাইটে আছে
.ul. এই কিউয়ার্ড রিলেটেড পোস্ট টি বা লিংক টি কত আগে সার্চ ইঞ্জিনে সাবমিট করেছিল
.ul. এই কিওয়ার্ড টি কেমন র‍্যাংক আছে কোন সাইটে
.ul. কিউয়ার্ড টির ডেনসিটি কেমন ঐ সাইটে
.ul. প্রদত্ত কিউয়ার্ড টি রিলেটেড বিভিন্ন ওয়েবসাইটে কত বার শেয়ার হইছে
.ul. এই লিংকে কত ভিসিটর এই পর্যন্ত প্রবেশ করেছে

এই রকম আরো অনেক অনেক কিছু …তার নির্দিষ্ঠ পরিমান সঠিকভাবে আপনি আমি বলতে পারবনা কারন প্রত্যেক টা সার্চ ইঞ্জিনের সিক্রেট আলগরিদম কখনোই বাহিরে প্রকাশ করেনা…জাস্ট ওয়েবমাস্টারদের সুবিধার্থে কিছু হিন্টস তারা প্রেস করে।

যা হোক মূল কথায় আসি তা হল আপনি যখনি কোন আর্টিকেল লিখবেন সাথে সাথে যত পারেন সকল সোশিয়াল সাইট/ফোরাম/আর্টিকল সাবমিশন সাইটে শেয়ার করবেন আর অবশ্যই সবার আগে গুগল প্লাসে।কারন গুগল প্লাসে ইনডেক্স যত আগে হবে গুগল তার পর থেকে এই লিংক টি নিয়ে তত দ্রুত মাথা ঘামায় এবং এরপর থেকে এই লিংক যত জায়গায় শেয়ার হবে গুগল তত প্রাইরটি দিবে এই লিংক টির।আর একটা কথা হল সাম্প্রতিক MOZ এর তথ্য অনুযায়ী গুগল প্লাস হল সকল SEO এর মা।আর সব বড় বড় ওয়েবমাস্টার রা এই দিকে খুব মনযোগ দেয়। যা আপনি আমি সেই নান্দার আমলের SEO টেকনিক নিয়েই পড়ে আছি।

আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যদি কোন আর্টিকেল বা লিংক কে র‍্যাংক করাতে চান তাহলে আপনি এটাকে সঠিকভাবে লিংক বিল্ডিং করুন এবং যে সব জায়গায় লিংক সাবমিট করেছেন অবশ্যই যেন সেটি ভিসিটর দ্বারা ভিসিট হয়ে আপনার সাইটে আসে…মরা লিংক অর্থাৎ এমন লিংক বিল্ডিং করবেন না যা রাতে করেছেন দিনে আর মনে নেয় কোথায় কোথায় লিংক সাবমিট করেছেন।

বরং প্রত্যেক টা লিংক সাবমিট করার পর আপনি সব সময় এটাকে একটা এক্সেল শীটে সেভ করে রাখবেন এতে পরে আরেকটা লিংক সাবমিট করতে সহজেই সুবিধা পাবেন।

যা হোক আজকে এত লিখতাম না জাস্ট যে নিয়ে টিউনটি করেছি তার গুরুত্ব বুঝানোর জন্য এত হাবিজাবি লিখা লিখলাম

আর হা আমার পোস্ট এত সাজানো গোছানো না কারন আমার প্রত্যেকটা টিউন সর্বোচ্চ ৫- ১০ মিনিটের মধ্য লিখে যত তাড়াতাড়ি পারি টিউন সাবমিট করে আজাইরা হওয়ার চেষ্ঠা করি। তবুও কোথাও কোন ভুল হলে আগেই ক্ষমাপ্রার্থী

যা হোক আর্টিকেল সাবমিশনের জন্য সব থেকে টপ এবং বাছাই করা কিছু আর্টিকেল সাবমিশন সাইটের লিংক দিলাম আপনাদের আশা করি কাজে লাগতে পারে


ehow.com

hubpages.com

examiner.com

seekingalpha.com

ezinearticles.com

articlesbase.com 

apsense.com/article/start

goarticles.com 

buzzle.com

squidoo.com

technorati.com 

selfgrowth.com

biggerpockets.com/articles

articles.org

sooperarticles.com

brighthub.com

articlesnatch.com

pubarticles.com

articlecity.com 

articlesxpert.com 

infobarrel.com 
SEO ওয়েবমাস্টারদের কিছু সাজেস্ট এবং কিছু প্রয়োজনীয় লিংক SEO ওয়েবমাস্টারদের কিছু সাজেস্ট এবং কিছু প্রয়োজনীয় লিংক Reviewed by sohel on May 15, 2015 Rating: 5
Powered by Blogger.