অটোমেটিক পোস্ট টাইটেল ট্যাগ ও ALT TEX যোগ করে ব্লগ এর ছবি অপটিমাইজ করুন

Optimize-Blog-Images-By-Addng-Alt-And-Title-Tags-Automatically
অটোমেটিক পোস্ট টাইটেল ট্যাগ ও ALT TEX যোগ করে ব্লগ এর ছবি অপটিমাইজ করুন
Images optimized বর্তমানে এসইও এর কাজের কথা বললে অন পেজের গুরুত্ব প্রথমে চলে আসে কারণ আগে আপনার পেজকে ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে যাতে একজন ইউজার খুব সহজেই আপনার পেজের সব সুবিধা গ্রহণ করতে পারে তাহলেই গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইটকে র‍্যাঙ্কিং দেবে আর ইউজারের কাছে আপনার সাইট জনপ্রিয় করার একটি অন্যতম উপায় হচ্ছে সঠিকভাবে ইমেজ প্রতিস্থাপন করা।

আরো সহজভাবে বললে, একটি ইমেজ আপনার সম্পূর্ণ কন্টেন্টকে পূর্ণতা প্রদান করে তাই বলে এই নয় যে আপনি আপনার পুরো কন্টেন্ট জুড়ে ইমেজ দিয়ে রাখবেন এখানে অনেকেরই প্রশ্ন থাকে তাহলে কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে যে একটি কন্টেন্টে কয়টি ইমেজ ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে না কারণ অনেক সময় দেখা যায় যে, আপনার কোনো একটি বিষয়কে ইউজারের কাছে সঠিকভাবে বোঝানোর প্রয়োজনে আপনার যে কয়টি ইমেজ দরকার হয় সে কয়টি আপনি ব্যবহার করতে পারবেন।

Image optimization করতে গেলে প্রথম যে জিনিসটি খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে মুলত সেটা আপনাকে Select The Right image করতে হবে  আপনি যখনি কোন ইমেজ ব্যাবহার করবেন আপনার ব্লগ পোস্ট এ বা আপনার ওয়েবসাইট এ মাথায় রাখতে হবে যে ,সে ইমেজ এর চারপাশে যে Content গুলো র‍্য়েছে বা যে লেখা গুলো র‍্য়েছে সে Content সম্পর্কিত যেন ইমেজ টি হয়। দরুন আপনি একটি আরটিকেল লিখেছেন সে লেখাটি যদি  Dog Training related হয় সে ইমেজ টিও Dog Training related হতে হবে ।

কথা না বাড়িয়ে কাজের কথায় আসি কিভাবে অটোমেটিক ও মেনুয়াল পোস্ট টাইটেল ট্যাগ যোগ করবেন আপনার ব্লগ পোস্ট এর ইমেজ বা  ছবিতে নিচের ছবির মতো

Optimize-Blog-Images-By-Addng-Alt-And-Title-Tags-Automatically

ওপরের ছবি দেখেন এখানে সব চাইতে জরুরি যে লাইন টি সেটা হলো ALT TEX এটাই সার্চ ইঞ্জিনকে বলে দেবে এটা কিসের ছবি Image Optimization সাধারণত দুই ভাবে করা যায় অটোমেটিক javascript ও মেনুয়াল


Optimize-Blog-Images-By-Addng-Alt-And-Title-Tags-Automatically

মেনুয়াল করতে গেলে আপনাকে যে কাজটি  করতে হবে প্রথমে আপনি আপনার ব্লগ পোস্টের জন্য যে ছবি আপলোড করেছেন সেই ছবির ওপরে ক্লিক করলেই ওপরের ছবির মতো অপশন আসবে এবার Properties ক্লিক করলেই Image Properties আসবে নিচের ছবির মতো

Optimize-Blog-Images-By-Addng-Alt-And-Title-Tags-Automatically

উপরের লাল চিহ্নিত জায়গায় আপনার পোস্ট টাইটেল দেবেন এবং নিচের লাল চিহ্নিত জায়গায় পোস্ট টাইটেল অথবা কিসের ছবি সেটা লিখতে পারেন লিখা শেষ হলে ওকে করেন এবার add caption দিতে এড ক্যাপশন এ ক্লিক করুন এবং আপনা ফটো caption টি দিন  আপনার কাজ শেষ হয়ে গেলো ALT TEX ও ফটো caption মেনোয়েলি দেয়া

এবার আসি কিভাবে অটোমেটিক জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে দিবেন এটা দিলে বার বার ফটো আপলোড করার সময় দিতে হবে না
Optimize-Blog-Images-By-Addng-Alt-And-Title-Tags-Automatically

কিভাবে যুক্ত করবেন?

  • প্রথমে ব্লগে লগইন করুন।
  • তারপর ব্লগার ড্যাশবোর্ডে হতে Template > Edit Html এ ক্লিক করুন।
  • কিবোর্ড হতে Ctrl+F চেপে ]]></b:skin> অংশটি সার্চ করুন।
  • এখন নিচের javascript কোডগুলি ]]></b:skin> ট্যাগের উপরে পেষ্ট করুন আমার ব্লগ কপি প্রোটেক্ট তাই কোডটি ডাউনলোড করতে হবে।
javascript কোড ডাউনলোড করুন

  • সবশেষে Template Save করে বেরিয়ে আসুন।
আপনার কাজ শেষ হয়ে গেল অটোমেটিক পোস্ট টাইটেল ট্যাগ যোগ করে ব্লগ এর ছবি অপটিমাইজ করা আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে জানান আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনও বিষয় নিয়ে খোদা হাফেজ ।



অটোমেটিক পোস্ট টাইটেল ট্যাগ ও ALT TEX যোগ করে ব্লগ এর ছবি অপটিমাইজ করুন অটোমেটিক পোস্ট টাইটেল ট্যাগ ও ALT TEX যোগ করে ব্লগ এর ছবি অপটিমাইজ করুন Reviewed by sohel on January 30, 2019 Rating: 5
Powered by Blogger.