কিভাবে ব্লগারে 3 কলাম ফুটার উইজেট যোগ করবেন
কিভাবে ব্লগারে 3 কলাম ফুটার উইজেট যোগ করবেন |
সবাইকে সালাম জানিয়ে আজকের পোস্ট লিখতে শুরু করলাম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লগারে 3 কলাম ফুটার উইজেট যোগ করবেন আমরা যারা ব্লগারের ডিফল্ট টেমপ্লেট ব্যেবহার করি তাদের জন্য এটা অত্তান্ত জরুরি একটা পোস্ট কারণ ব্লগে এতো সুন্দর ফুটার থাকে না তাই দেরি না করে নিচের ডেমো বাটন ক্লিক করে ডেমো দেখুন এবং নিচের টিপস অনুসরণ করুন আশা করি পারবেন
ডেমো দেখুন
প্রথমে আপনার ব্লগে ব্যাকআপ নিন আর একটি কথা আমার ব্লগ কপি ব্লক তাই আপনি কোড কপি করতে পারবেন না সে জন্য আমি কোড ডাউনলোড লিংক দিলাম
১ ব্লগ লগইন করুন তারপর ব্লগার Dashboard > Design > Edit Html
২ Edit Html গিয়ে ]]></b:skin> কোড খুজুন এবং ]]></b:skin> কোডটির ঠিক উপরে নিচের লিংক থেকে ডাউনলোড করা কোড পেস্ট করে দিন
কোডটি ডাউনলোড করুন এখন থেকে
৩ এবার নিচের কোডটি ডাউনলোড করুন এবং </body> কোড এর ওপরে পেস্ট করে দিন
কোডটি ডাউনলোড করুন এখন থেকে
৪ এবার আপনার টেমপ্লেটটি Save করুন ও Layout > Page Elements যান এবং উইজেট যোগ করা শুরু করুন
কাস্টমাইজেশন
এটা আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারবেন আপনার তিন কলামের Footer Widget আরও সুন্দরভাবে সাজানোর জন্য নীচের বিবরণটি পড়ুন।
background:#1f1f1f; এই ছয় সংখ্যার কালার কোড পরিবর্তন করলে এই উইজেটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে।
width: 960px; এটা সাইজ কোড যদি আপনি চান আপনার ব্লগের সাইজ অনুযায়ী পরিবর্তন করতে পারেন
color:#0084ce; এটা টাইটেল হেডলাইনে কোড
background:#fff; ব্যাকগ্রাউন্ড কালার এবং width: 32%; ৩ কলাম সাইজ
আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হা ভালো লাগলে কমেন্ট করুন এবং শেয়ার করুন খোদা হাফেজ
কিভাবে ব্লগারে 3 কলাম ফুটার উইজেট যোগ করবেন
Reviewed by sohel
on
January 31, 2019
Rating: