কিভাবে পাসওয়ার্ড ছাড়া অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনলক করবেন

how to unlock android tablet

আজ আমি আপনাদের দেখাবো কী করে খুব সহজে ফোন / ট্যাব এর lock খোলা যায় যেই ফোন / ট্যাব এ boot menu আসে না।খু আগেই বলি আমি কোন Android expert না এর থেকে সহজ পদ্ধতি থাকতে পারে আমি হয়তো যানি না তাই please কেও খারাপ টিউমেন্ট করবেন না।

অনেক সময় দেখা যায় আমরা ভুল করে ফোন / ট্যাব lock করে ফেলি। এমন কিছু brand এর ফোন / ট্যাব আছে যেগুলো তে boot menu আসে না। আর সেই ফোন / ট্যাব এর driver computer এ auto install হয় না। এই জন্য lock খোলা যায় না। এই জন্য একটু অন্য ভাবে driver install করে তারপর data wipe করে lock খুলতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কী করে খুব সহজে এই ধরনের ফোন / ট্যাব এর lock খোলা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে কাজ এ চলে যায়।

প্রথমে নিচের লিঙ্ক থেকে টুলস গুলো ডাউনলোড করে নিন।


তারপর আপনার Android ফোন / ট্যাব Usb এর মাধ্যমে কম্পিউটার এর সাথে যুক্ত করুন। এরপর যেই zip ফাইল টা ডাউনলোড করেছিলেন সেটাকে unzip করুন নিচের মতো দুইটি ফাইল পাবেন।

how to unlock android tablet
ফাইল গুলোর মধ্যে AdbDriverInstaller টা ওপেন করুন। নিচের মতো একটা উইন্ডো অপেন হবে।

how to unlock android tablet

তারপর install এ ক্লিক করুন। কিছু সময় পর একটা মেসেজ পাবেন। Install anyway তে ক্লিক করবেন।

how to unlock android tablet
কিছু সময় পর দেখবেন install হয়ে গেছে আর নিচের মতো দেখাচ্ছে।

how to unlock android tablet

তারপর Android Multi Tools v1.02b zip ফোল্ডার টা unzip করুন। তারপর Android Multi Tools v1.02b gsmforum.exe ওপেন করুন। নিচের মতো একটা উইন্ডো অপেন হবে।


how to unlock android tablet

Device পেয়েছে না কী দেখতে 1 লিখে enter প্রেস করুন। যদি নিচের মতো দেখায় তাহলে বুঝবেন সব ok।


how to unlock android tablet


এর পর just space চাপুন। তারপর দেখবেন আগের পেজ এ চলে গিয়েছেন।
তারপর 5 লিখে enter প্রেস করুন, তারপর কিছু সময় পর দেখবেন আপনার ফোন / ট্যাব auto reboot নিবে।
এখন দেখুন আপনার ফোন / ট্যাব unlocked হয়ে গেছে।
কেমন লাগলো সবাই টিউমেন্টে জানাবেন। ভুল হলে ধরিয়ে দিবেন আশা করি। দেখা হবে পরের টিউনে।

কিভাবে পাসওয়ার্ড ছাড়া অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনলক করবেন কিভাবে পাসওয়ার্ড ছাড়া অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনলক করবেন Reviewed by sohel on February 04, 2016 Rating: 5
Powered by Blogger.