যে ভাবে গুগলের আইডি ডিলিট করবেন
How to Permanently Delete Your Google Gmail Account |
গুগল ব্যবহারকারীদের প্রায় সব তথ্যে নজর। কোনো সাইট ব্রাউজ করা, কোন অ্যাপ বেশি ব্যবহার হচ্ছে, কোথায় আছেন এমন সব তথ্য গুগল নিজেদের কাছে রাখে।
অনেকে জিমেইল আইডি ডিজাবল করে, মনে করেন তথ্যগুলো মুছে গেছে। সেক্ষেত্রেও আসলে তথ্যগুলো থেকেও যায়।
তবে আপনি যদি চান গুগল থেকে আপনার তথ্যগুলো মুছে ফেলতে তাহলে এই টিউটোরিয়ালটি আপনার গুরুত্ব সহকারে পড়া উচিৎ।
প্রথমে ব্যবহারকারীদের এই ঠিকানায় যেতে হবে।
এরপর ব্যবহারকারীর ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
তারপর নতুন একটি পেইজ চালু হয়ে যাবে। সেখান থেকে Account Preferences অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপর ‘Delete your account or services’ এ ক্লিক করে Delete Google Account and data নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে ব্যবহারকারীকে পূনরায় ইউজার নাম ও পাসওয়ার্ড দিতে হবে।
তাহলে একটি কনফারমেশন মেইল আসবে এতে ক্লিক করলে মেইল আইডি এবং সকল তথ্য সম্পূর্ণ মুছে যাবে।
যে ভাবে গুগলের আইডি ডিলিট করবেন
Reviewed by sohel
on
January 06, 2018
Rating: