avira antivirus pro 2018 নিয়ে নিন আপনার পিসির জন্য সুরক্ষিত রাখুন আপনার কম্পিউটারকে
Avira Anti-Virus Pro সম্পর্কে তেমন কিছু বলার নেই। কম বেশি সবাই পরিচিত এর সাথে। তারপরেও কিছু না বললে না, এভিরা অনেক বছর থেকে আমাদের বিভিন্ন ভাইরাস, ম্যালওয়ার, টোরজান এবং ইন্টারনেট এর স্পাই থেকে সুরক্ষা দিয়ে আসছে। এ পর্যন্ত টপ এন্টি-ভাইরাস এর মধ্য এভিরার নাম সব সময় আমরা দেখে আসছি। যাই হোক, এভিরা আপনার পিসিকে দিবে হাই লেভেল এর সিকিঊরিটি। আর এই পর্বে থাকবে এভিরা এন্টি-ভাইরাস ১৫ প্রো ভার্সন। আপনারা এই এন্টি-ভাইরাসটি আপনার লো কনফিগার পিসি থেকে শুরু করে হাই লেভেল পিসিতে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচারস থাকছে এই পর্বের এভিরা এন্টি-ভাইরসে।
ফিচারসঃ
- সার্বক্ষণিক ইন্টারনেট ও ফিজিক্যাল ভাইরাস, ম্যালওয়ার থেকে সুরক্ষা
- অনলাইনে যে সব সাইট আপনাকে ট্রাকিং করছে তাদের থেকে সুরক্ষা
- ক্লাঊড বেসেড লেটেস্ট ম্যালওয়ার থেকে সুরক্ষা
- আপনার পিসি যে সকল ড্রাইভ অনলাইনে শেয়ার করছে তা এঙ্ক্রাইপ্ট রাখা
- রুট প্রোটেকশন
- আগাম ভাইরাস ও ম্যালওয়ার থেকে সুরক্ষা করা
- AHeAD Technology: যা আপনার পিসিকে দিবে কোড এনক্রাইপ্ট প্রোটেকশন
- এন্টি বোটঃ যা দিবে আপনাকে হ্যাকার থেকে সুরক্ষা
- Backup System: যা আপনাকে দিবে অনাকাঙ্ক্ষিত ফাইল হারানো থেকে সুরক্ষা
- সিকিয়ুর ব্যাকআপ, যা আপনাকে দিবে ৫ জিবি পর্যন্ত ফাইল স্টোর করে রাকার সুবিধা
- সাথে রয়েছে USB প্রোটেকশন আরও অনেক কিছু।
কিভাবে ইন্সটাল ও ফুল ভার্সন করবেনঃ
- আগে যদি কোন এন্টি-ভাইরাস থেকে থাকে আনইনেস্টল করুন এবং পিসি রিস্টার্ট করুন
- এর পর ফাইলে থাকা BlockHosts নামের উইন্ডোস ফাইলটির উপর মাউস রেখে মাউসের রাইট বাটন চাপুন এবং Run as Administrator ক্লিক করুন
- এর পর এভিরা ইন্সটল করুন, ইন্সটল হওয়ার পরে কেটে দিবেন না।
- এবার ক্রাক ফাইলটি ওপেন করুন এবং ক্রাক এ ক্লিক করুন।
- এখন একটি উইন্ডোস ট্যাব ওপেন হবে, ওখানে OK ক্লিক করুন
- লাইসেন্স ফাইলটি ওপেন না হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন
- ব্যস, এই ছিল প্রক্রিয়া
ডাউনলোড করুন এখান থেকে 257MB
কিভাবে ডাউনলোড করবেনঃ
- ডাউনলোড লিঙ্ক ক্লিক করে Free Download ক্লিক করুন
- কিছুক্ষন অপেক্ষা করে ক্যাপচা সলভ করে Download ক্লিক করুন
avira antivirus pro 2018 নিয়ে নিন আপনার পিসির জন্য সুরক্ষিত রাখুন আপনার কম্পিউটারকে
Reviewed by sohel
on
February 12, 2018
Rating: