Driver Max Pro Patch অল ইন ওয়ান ড্রাইভার সলুশ্যান 100% Working Serial Key 2018
Driver-Max-Pro |
পিসির যে সব ড্রাইভার আপডেট না তার আপডেট ফাইল নিয়ে আসবে আবার যেসব ড্রাইভার ইন্সটল নেই অর্থাৎ মিসিং সেইগুলো আপনার সামনে হাজির করবে এবার আপনি আপনার পছন্দ মত সেগুলোও ইন্সটল করে নিলেই হয়ে গেলো। কোন প্রকার ঝামিলা নেই ... আমার দেখ বেস্ট ড্রাইভার সার্চ সফটওয়্যার কি নেই এতে? আছে ওয়েবক্যাম ড্রাইভার, প্রিন্টার ড্রাইভার, ওয়েবক্যাম ড্রাইভার, স্ক্যানার ড্রাইভার, টিভি কার্ড ড্রাইভার, ল্যান কার্ড ড্রাইভার, সাউন্ড কার্ড ড্রাইভার, গ্রাফিক্সকার্ড ড্রাইভার সহ অনেক কিছু।
আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি, তারা কখনো ড্রাইভার সমস্যায় পড়িনি একথা বলা যাবে না।
কারণ সঠিক ড্রাইভারটি খুঁজে পাওয়া না গেলে সংশ্লিষ্ট ডিভাইস ঠিকমতো কাজ করবে অথবা একেবারেই কাজ করবে না।
সাধারণত কমপিউটারের যেকোনো ডিভাইস কেনা হলে তার সাথে সিডি বা ডিভিডিতে করে ড্রাইভার দিয়ে দেয়া হয়।
কিন্তু কোনো কারণে তা হারিয়ে গেলে অথবা অপারেটিং সিস্টেম পরিবর্তন করার ফলে যদি আগের ড্রাইভার কাজ না করে তাহলেই সমস্যার শুরু।
ড্রাইভার সমস্যা নানা কারণে হতে পারে। অনেক সময় হার্ডওয়্যারের কারণেও হয়।
কোনো ডিভাইসের নির্দিষ্ট অংশ ঠিকমতো কাজ না করলেও ড্রাইভার নিয়ে সমস্যা হয়।
ড্রাইভার আপডেট করতে গেলে প্রায়ই সমস্যা হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল ড্রাইভার সিলেক্ট করার কারণে ডিভাইস কাজ করে না।
অপারেটিং সিস্টেমের সাথে সাথে হালনাগাদ করা ড্রাইভার ইন্টারনেট থেকে নিয়মিত ডাউনলোড করে রাখলে প্রয়োজনের সময় বিপদে পড়তে হবে না।
কিন্তু এমন যদি হয় যে ডিভাইসের মডেল নম্বর পাওয়া যাচ্ছে না বা ঠিক কোন ড্রাইভারটি সঠিক তা বের করা যাচ্ছে না তাহলে ডিভাইসটি অকার্যকর অবস্থায় থাকবে।
খুব বেশি সমস্যা হয় যখন ৩২ বিট অপারেটিং সিস্টেম থেকে ৬৪ বিটের অপারেটিং সিস্টেমে পরিবর্তন করা হয়।
উইন্ডোজ এক্সপি, ভিসতা বা উইন্ডোজ সেভেনে এই সমস্যার বেশ ভালো সমাধান আছে।
এসব অপারেটিং সিস্টেমে অটোমেটিক আপডেট নামে একটি অপশন আছে, যেগুলো এনাবল করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটি ডিভাইসের ড্রাইভার আপডেট হয়ে যায়।
তবে উইন্ডোজের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। শুধু লাইসেন্সড অপারেটিং সিস্টেমেই এই সুবিধা পাওয়া যায়।
যেসব ব্যবহারকারী লাইসেন্স করা অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন না তাদের জন্য এই সুবিধা কাজে লাগানো যাবে না।
যদি এমন হয়, যে কারো ডিভাইস ড্রাইভার আছে এবং তা কাজ করছে বলে আপডেটেড ড্রাইভার প্রয়োজন নেই ব্যাপারটি কিন্তু তা নয়। আপডেটেড সফটওয়্যার ব্যবহারের ফলে ডিভাইসের পারফরম্যান্সের প্রভাব পড়ে।
সাধারণত একেবারে হালনাগাদ করা ডিভাইস ড্রাইভার প্রতিটি ডিভাইসে সর্বোচ্চ পারফরম্যান্স দেয়।
উপরের সব সমস্যা সমধানের জন্য এই একটি সফটওয়্যার যথেষ্টা।
ইন্সটল করার পর নেট কানেক্ট করে জাস্ট সফটওয়্যারে স্ক্রান দিবেন সব মিসিং ও আপডেট ড্রাইভার ১ মিনিটের মধ্যে খুঁজে নিয়ে আসবে এই বার আপনার পছন্দ মত সিলেক্ট করে ডাউনলোড করুন ... এবং তা অটো ইন্সটল হবে
আপনি চাইলে ভবিষ্যতের জন্য এই ড্রাইভার গুলোর ব্যাকাপ ফাইল ও নিয়ে নিতে পারেন ... এর ফলে ভবিষ্যতে আর নেট কানেকশন লাগবে না আর ড্রাইভার গুলো ফাইল সাইজ খুব একটা বেশি না ।
সব ড্রাইভার যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনার মোট ২০০ এমবি খরাচ হবে মাত্র
এই সফটওয়্যার ডিভাইস ড্রাইভারের ব্যাকআপ নিতে পারে।
- প্রিন্টার্স
- ভিডিও এডাপ্টারস
- নেটওয়ার্ক কার্ডস
- সাউন্ড কার্ডস
- বিভিন্ন ধরনের নিম্ন-ব্যান্ডউইথ যেমন মাউস, কীবোর্ড, ইউএসবি ইত্যাদি
- কম্পিউটার স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডিস্ক, সিডি-রম এবং ফ্লপি ডিস্ক বাস (ATA, SATA, SCSI)
- ইমপ্লিমেন্ট সাপোর্ট ফর ডিফারেন্ট ফাইল সিস্টেমস
- ইম্প্লিমেন্টিং সাপোর্ট ফর ইমেজ স্ক্যানার্স এন্ড ডিজিটাল ক্যামেরার
Download Links
( 1) Driver Max Setup( 2) DriverMax Patch only
Driver Max Pro Patch অল ইন ওয়ান ড্রাইভার সলুশ্যান 100% Working Serial Key 2018
Reviewed by sohel
on
February 14, 2018
Rating: