Email Marketing ফিল্যান্সিং য়ে ব্যর্থ? ইমেইল মার্কেটিং জানা থাকলে ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন নিশ্চিত

Getting-Started-with-Email-Marketing

Getting Started with Email Marketing


আউটসোর্সিংয়ের কাজে ইমেইল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন। এ কাজের জন্য বিশেষ কোন দক্ষতার প্রয়োজন না হওয়ার কারনে অন্যান্য কাজগুলোর তুলনায় এটি সহজ কিন্তু আয় হয় বহুমুখীভাবে।
 ইমেইল মার্কেটিংয়ের কাজ জানলে আউটসোর্সিংয়ে ব্যর্থ হওয়ার কোন সুযোগ নাই।

-   মার্কেটপ্লেসগুলোতে ইমেইল মার্কেটিং সম্পর্কিত কাজ পাওয়া যায় প্রচুর পরিমানে।

-   অ্যাফিলেয়েশনের কাজে মার্কেটিংয়ের সকল প্রক্রিয়ার মধ্যে সবচাইতে ইফেক্টিভ প্রসেস হচ্ছে ইমেইল মার্কেটিং।

-   লোকাল নিজের কোন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে বেশি সফল হওয়া যায়।

-   অনলাইনে নিজের যেকোন ব্যবসা প্রতিষ্ঠা করে সেটিকে সফল করার জন্যও ইমেইল মার্কেটিং দক্ষতা খুব প্রয়োজন।

-   চাইলে লোকাল বিভিন্ন প্রতিষ্ঠানকে ইমেইল মার্কেটিং সার্ভিস দিয়ে আয় করতে পারেন অত্যন্ত সহজভাবে।

-   ইমেইল মার্কেটিং জানা থাকলে ৩টি বিষয়ে দক্ষ হওয়া হয়। (ইমেইল লিস্ট বিল্ডিং, ইমেইল টেম্প্লেট তৈরি, ইমেইল ক্যাম্পেইন)

Getting-Started-with-Email-Marketing

Email Marketing

তিনটি বিষয়ে আলাদাভাবে ক্যারিয়ার গড়া সম্ভব ।

 ইমেইল মার্কেটিংয়ের সকল টেকনিক জানার পর আপনার স্বপ্নগুলো পূরণ হবে দ্রুতভাবে, স্বপ্ন বেড়ে যাবে আরও কয়েকগুণ।

আপনি একজন ওয়েবডেভেলপার কিংবা গ্রাফিকস ডিজাইনার কিংবা এসইও এক্সপার্ট কিংবা আইটিতে অন্যকোনভাবে স্কীল। যদি এখন পযন্ত মার্কেটপ্লেসগুলোতে কোনভাবেই সফল হতে পারছেননা দেখে হতাশ, তাদের জন্য খুব দ্রুত ইমেইল মার্কেটিংটা শিখে নেওয়ার পরামর্শ দিব।

আইটি প্রফেশনালদের জন্য কেন ইমেইল মার্কেটিং জ্ঞান প্রয়োজন?

কাজ পাওয়ার জন্য মার্কেটপ্লেসগুলোই একমাত্র জায়গা না। মার্কেটপ্লেসগুলোতে একটা কাজের জন্য বিড করে প্রচুর পরিমানে।

এতজনের মধ্য থেকে নিজের জন্য কাজ পাওয়া অনেক কষ্টকর। আপনি জানেন কি অনলাইনে যতকাজ পাওয়া যায়, তার মাত্র ৩০% ওডেস্ক কিংবা ইল্যান্সে থাকে। মাত্র ৩০% কাজের ব্যবস্খা যেখানে ব্যর্থ হওয়া মানেই সব শেষ মনে করার কোন কারন নাই। সবচাইতে বেশি কাজ পাওয়া যায় সরাসরি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারলে। আর এ সরাসরি যোগাযোগ করার জন্য ইমেইল মার্কেটিং জ্ঞান প্রয়োজন।

 ইমেইল মার্কেটিং জ্ঞান থাকলে আপনার জানা থাকত ৩টি বিষয়ঃ

-   বিশ্বের কোন কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট দরকার, তাদের সাথে যোগাযোগ করার তথ্য বের করার উপায় জানতে পারতেন।

-   প্রয়োজনীয় কোম্পানীকে সরাসরি আপনার অফার জানিয়ে মেইল করে কাজ যোগাড় করতে পারতেন।
সকল কোম্পানীর সাথে আপনার নিয়মিত যোগাযোগ তৈরি হত ইমেইল মার্কেটিং ভালভাবে না জানা থাকলে

মার্কেটিংয়ে ব্যর্থ হতে পারেন ৩টি কারনে ।

-   আপনার মেইল ইনবক্সে যাবেনা, ৯০% মেইল যাবে স্পাম বক্সে। সেজন্য আপনার কাংখীত ফল পাবেননা

-   আপনার মেইলগুলো কাউকে পড়তে আগ্রহ তৈরি করবেনা ফলাফল পুরো জিরো

-   মেইল করছেন যাদের কাছে তাদের ইমেইল হয়ত ইনঅ্যাক্টিভ ফলাফল অবশ্যই ব্যর্থ আপনি

ইমেইল মার্কেটিং জ্ঞান পাবেন কিভাবে?

-   অনলাইন হতে বিভিন্ন ব্লগ হতে শিখতে পারেন। বাংলাতে এ সম্পর্কিত অনেক ভাল ভাল লেখা আছে
আমার পরামর্শঃ হাবিবুর রহমান দীপুর লেখা ইমেইল মার্কেটিংয়ের উপর টিউটোরিয়াল (genesisblogs.com/author/tutodipu)  হচ্ছে সবচাইতে সেরা টিউটোরিয়াল ।

-   অনলাইন হতে অনেক সময় সবার পক্ষে শিখা সম্ভব হয়না। আবার অনেক টেকনিক্যাল বিষয়গুলো লেখা পড়ে শিখা সম্ভব হয়না কখনও।  তখন রিয়েল লাইফে কাজ করতে গিয়ে ব্যর্থ হতে হয়। সেজন্য শিখতে পারেন কোন অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে। শিখার জন্য একটু খরচ করলেও সেটি আপনার জন্য ভাল হবে ।






Email Marketing ফিল্যান্সিং য়ে ব্যর্থ? ইমেইল মার্কেটিং জানা থাকলে ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন নিশ্চিত Email Marketing ফিল্যান্সিং য়ে ব্যর্থ? ইমেইল মার্কেটিং জানা থাকলে ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন নিশ্চিত Reviewed by sohel on February 16, 2018 Rating: 5
Powered by Blogger.