করাপ্ট ফাইল/ছবি কিভাবে রিপেয়ার করবেন?
করাপ্ট ফাইল/ছবি কিভাবে রিপেয়ার করবেন? |
লোড-শেডিং অথবা, অন্যান্য সমস্যার দরুন আমাদের অনেক সময় কোন ডকুমেন্ট অথবা, ছবি-ট্রান্সফার করাপ্ট হয়ে যায়। অনেক সময় আবারো নতুন করে শুরু করতে হয়।
তাই আপনাদের শেয়ার করব একটি ফ্রী সফটওয়্যার যা এই সমস্যার কিছুটা হলে ও সমাধান দিবেঃ
File Repair সফটওয়্যার ব্যাবহার করে আমরা প্রায় সব ধরণের ফাইল রিপিয়ার করতে পারবেন। যেমনঃ .doc, .docx, .docm, .rtf, .xls, .xla, .xlsx, .zip, .rar, .avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg, .jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png, .pdf, .mdb, .mde, .accdb, .accde, .ppt, .pps, .pptx, .mp3, .wav.
করাপ্ট ফাইল/ছবি কিভাবে রিপেয়ার করবেন? |
তাছাড়া আপনি ফাইল সংক্রান্ত নিচের সমস্যাগুলোর ও সমাধান করতে পারবেনঃ
- file is not in a recognizable format
- unable to read file
- file cannot be accessed
- application cannot open the type of file represented by filename
- out of memory errors, or low system resources errors
ডাউনলোড লিঙ্কঃ http://www.filerepair1.com/files/file-repair-setup.exe (১.০১ মেগাবাইট)
আশা করি, অনেকেই এই সফটওয়্যার থেকে উপকার পাবেন।
করাপ্ট ফাইল/ছবি কিভাবে রিপেয়ার করবেন?
Reviewed by sohel
on
December 10, 2018
Rating: