ওয়াইম্যাক্স কি? WiMAX কি?
Worldwide Interoperability for Microwave Access |
WiMAX কাকে বলে ?
WiMAX / ওয়াইম্যাক্স : তারবিহীন দ্রুতগতির ইন্টারনেটকে সর্বত্র ও সব সময় সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার উদ্দেশ্যে সৃষ্ট উচ্চ গতির ওয়ারলেস নেটওর্য়াকই হচ্ছে ওয়াইম্যাক্স। WiMAX হচ্ছে Worldwide Interoperability for Microwave Access এর সংক্ষিপ্তরুপ। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট-টু-পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদানপ্রদান করা। মূলত IEEE 802.16 স্ট্যান্ডার্ড অনুযায়ী এটি প্রণীত হচ্ছে । WiMAX নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম। ২০০১ সালে স্টান্ডার্ড অনুযায়ী প্রযুক্তিটির বাস্তবায়ন করার উদ্দেশ্যে ওয়াইম্যাক্স ফোরাম প্রতিষ্ঠিত হয়
Worldwide-Interoperability-for-Microwave-Access |
ওয়াইম্যাক্স কি? WiMAX কি?
Reviewed by sohel
on
December 02, 2018
Rating: