সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান টিপস এবং ওয়েবসাইট এর ট্রাফিক বৃদ্ধি কৌশল

How-to-Increase-Website-Traffic-Through-Social-Media
 সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান টিপস এবং ওয়েবসাইট এর ট্রাফিক বৃদ্ধি কৌশল

কেমন আছেন সবাই আশা করি ভালো ব্যস্ততার কারনে কিছু দিন নতুন কোনো আপডেট দিতে পারিনাই আজকে আপনাদের জন্য search engine optimization নিয়ে কথা বলবো আপনার ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধির কৌশল অবলম্বন করলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি হবে আসা কিরছি সোশ্যাল মিডিয়া ওয়েব সাইট গুলির মাধ্যমে ট্র্যাফিক বাড়াতে তাদের কী পদক্ষেপ নেওয়া উচিত আমরা সাধারণত ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি জন্য এড দিয়ে থাকি কিন্তু যারা টাকা খরচ করে এড দিতে চাননা এই পোস্টটি তাদের জন্য Social Media Optimization এর কোনো বিকল্প নাই কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই চলুন দেখে আসি কি করে Social Media ওয়েব সাইট ট্রাফিক বৃদ্ধি করা যায়
  • আপনার ওয়েবসাইটে Social Media শেয়ারিং বাটন যোগ করুন
প্রতিটি ওয়েবসাইটের admin স্বপ্ন দেখেন যে তার পোস্ট অবশ্যই বিভিন্ন Social Media ওয়েবসাইট গুলিতে ভাইরাল হোক কারন এটি ট্র্যাফিক পেতে সহায়তা করে অতএব, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওয়েবসাইটে  Social Media শেয়ারিং বাটন যোগ করা উচিত
  • বিভিন্ন সামাজিক ওয়েবসাইটগুলিতে আপনার ওয়েবসাইটের পেজ তৈরি করুন
সামাজিক মিডিয়া ওয়েবসাইটগুলিতে আপনার ওয়েবসাইট বা তার page প্রচার করার জন্য অসাধারণ ভূমিকা রাখে যেমন ধরুন আপনি একটা পেজ ওপেন করলেন তাতে About অপশনে আপনার ওয়েবসাইট লিংক দিলেন বা sign up বাটনে আপনার লিংক দিলেন এবং আরো জরুরী কিছু বিষয় আছে আপনার পেজ টি এমন ভাবে ক্রিয়েট  করবেন যেন প্রফেশনাল পেজ লাগে যেমন ধরুন এড্ড্রেস এর জায়গায় আপনার এড্ড্রেস দেয়া বা টেলিফোনে নাম্বার দেয়া এগুলো বিষয় অবশ্যয় খেয়াল রাখবেন
  • Social Media ওয়েবসাইটের উপর দরকারী বিষয়বস্তু শেয়ার করুন
যখনই আপনি নতুন বিষয়ে কোনও আপনার ওয়েবসাইট আপডেট করেন,বা পোস্ট করেন তখন সেটি আরও বেশি Social Media ওয়েবসাইটগুলিতে শেয়ার করুন। Google considers social sharing ওপর SERP আপনার ওয়েবসাইট রেংকিং improve করে তাই যত বেশি শেয়ার হয় ততই ভালো এবং এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।আপনার পোস্টটি সর্বাধিক শেয়ার করতে আপনার ভিউয়ার দের অনুরোধ করুন । যত বেশি শেয়ার করবে তত বেশি সুবিধা পাবেন এবং Social Media shar করার পর কেউ কমেন্ট করলে তার প্রশ্নের উত্তর দিন আপনার ওয়েবসাইট থেকে আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলে বা পেজে সরাসরি ওয়েব লিঙ্ক এবং আবার আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে আপনার ওয়েবসাইটে যুক্ত করুন jate

আশা করছি পোস্টটি ভালো লেগেছে ভালো লাগলে অব্যয় শেয়ার করবেন এবং কি বিষয়ে পোস্ট চান কমেন্ট সেকশনে জানাবেন এবং কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান টিপস এবং ওয়েবসাইট এর ট্রাফিক বৃদ্ধি কৌশল  সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান টিপস এবং ওয়েবসাইট এর ট্রাফিক বৃদ্ধি কৌশল Reviewed by sohel on January 27, 2019 Rating: 5
Powered by Blogger.