ব্লগারে Meta Description ও Post Meta Tags কিভাবে যুক্ত করবেন
ব্লগারে Meta Description ও Post Meta Tags কিভাবে যুক্ত করবেন |
Meta Tags এবং Meta Discription সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।দুইটাই অন পেজ অপটিমাইজেশন এর অংশবিশেষ।এটা যোগ করলে আপনি আপনার ব্লগে অনেক ভিজিটর পাবেন আমি সিওরিটি দিতে পারি মেটা ডিসক্রিপশন যোগ করে আপনি আপনার সাইট বা কোন পাতা সম্পর্কে ভিজিটরদের আগেই ধারনা দিতে পারেন।
- Meta Tags এবং Meta Discription কি?
যেমন যখন কেউ কোন সার্চ ইঞ্জিনে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে তখন সে অসংখ্য ফলাফল দেখতে পাবে এবার সে যেটি চায় সেটি সে খুজে সেই পেজে যাবে। যেমন দেখুন আমি search engine optimization দিয়ে গুগলে সার্চ দিলাম
এবার নিচের ছবি দেখুন এখানে সার্চ ফলাফলে অনেক রেজাল্ট এসেছে এখানে দেখুন প্রথমে টাইটেল এসেছে তার পর একটুখানি বিস্তারিত আসছে এইটুকুই মেটা ডিসক্রিপশন। এটাই কোন ব্যক্তিকে এই পেজে কি আছে সে সম্পর্কে ধারনা দেবে এটাই Meta Tags এবং Meta Discription ।
ব্লগারে Meta Description ও Post Meta Tags কিভাবে যুক্ত করবেন |
- ব্লগারে Meta Description কিভাবে যুক্ত করবো
প্রথমে আপনি আপনার ব্লগে লগইন করুন এবং ব্লগের settings এ যান এবং search performance ক্লিক করুন নিচের ছবির মত ইন্টার ফেস আসবে তার পর Meta Tags ও Description দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবার Meta Tags ও Description ডান দিকে edit ক্লিক করুন এরপর যে content বক্স দেখতে পাচ্ছেন ওখানে যেটা লিখবেন ওটাই Meta Discription
ব্লগারে Meta Description ও Post Meta Tags কিভাবে যুক্ত করবেন |
- Post Meta Tag এর প্রয়োজনীয়তা
মেটা ট্যাগ এর সাহায্যে সার্চ ইঞ্জিন একি সাথে ভিসিটর আপনার ব্লগ সম্পর্কে জানতে পারে।আমরা সকল ব্লগার দের একটাই চাওয়া বেশি বেশি ভিসিটর, কারন বেশি ভিসিটর মানে বেশি বেশি আয়। আমরা সকলেই চাই সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর আসুক যেমন গুগল।
আপনার সাইট কি সম্পর্কে এটা গুগলকে না জানালে গুগল কিভাবে আপনার সাইটে ভিসিটর পাঠাবে? meta tag এর সাহায্যে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট সম্পর্কে অবগত হবে, তাই যখন কোন ভিসিটর কিছু সার্চ করে। আপনার সাইটে যদি এই বিষয়ে লিখা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন ওই ভিসিটর কে আপনার সাইটে পাঠিয়ে দিবে। আশা করি meta tag এর প্রয়োজনীয়তা বুঝাতে পেরেছি।
আপনার সাইট কি সম্পর্কে এটা গুগলকে না জানালে গুগল কিভাবে আপনার সাইটে ভিসিটর পাঠাবে? meta tag এর সাহায্যে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট সম্পর্কে অবগত হবে, তাই যখন কোন ভিসিটর কিছু সার্চ করে। আপনার সাইটে যদি এই বিষয়ে লিখা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন ওই ভিসিটর কে আপনার সাইটে পাঠিয়ে দিবে। আশা করি meta tag এর প্রয়োজনীয়তা বুঝাতে পেরেছি।
- Post Meta Tags কিভাবে যুক্ত করবেন
যেমন ধরুন আপনি পোস্ট লিখতে new post এ ক্লিক করেন এবং আপনার পোস্ট এর ডান পশে Search Description দেখতে পাচ্ছেন ওটাই পোস্ট Post Meta Tags এখানে ক্লিক করে আপনার পোস্ট এর Post Meta Tags দিন এবং Done এ ক্লিক করুন নিচের ছবি দেখেন।
ব্লগারে Meta Description ও Post Meta Tags কিভাবে যুক্ত করবেন |
ব্লগারে Meta Description ও Post Meta Tags কিভাবে যুক্ত করবেন
Reviewed by sohel
on
January 27, 2019
Rating: