কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে Blogger Sitemap সাবমিট করবেন


How-To-Submit-Blogger-Sitemap-To-Google-Search-Engine
কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে Blogger Sitemap সাবমিট করবেন
আসসালামু আলাইকুমকেমন আছেন সবাই  search engine optimization এর জন্য Google Webmaster Tool একটি অনেক বড় বিষয় সে জন্য GoogleWebmaster Tool এ যে কোন সাইটকে খুব সর্তকতার সাথে Submit করতে হয় আপনার সাইটের আপডেট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন মারফত পাঠকের কাছে পৌছাতে সাইটম্যাপের প্রয়োজনীয়তা অনেক আপনি যখন আপনার ব্লগ বা ওয়েবসাইটের আপডেট করবেন তখন সার্চ ইঞ্জিন সাথে সাথে সাইটম্যাপ এর মাধ্যমে আপনার আপডেট সংক্রান্ত তথ্য জানতে পারে চলুন দেরি না করে দেখে আসি কিভাবে আপনার ওয়েবসাইট বা sitemap গুগলি webmaster Tools এ সাবমিট করবেন।

কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ব্লগার Blogger Sitemap সাবমিট করবেন

 ১ প্রথমে আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করে Google ওয়েবমাস্টার টুলসে Sing Up করুন যদি আপনার কোন গুগলি একাউন্ট না থাকে, থাকলে Google Webmaster Tool এ লগিং করুন

 ২ গুগল ওয়েবমাস্টার টুলস এ সাইন আপ করার পর, আপনি Google search console পেজ আসবে এখানে নিচের ছবির মতো Add a Property  ক্লিক করুন।

How-To-Submit-Blogger-Sitemap-To-Google-Search-Engine


 ৩ এরপর দেখবেন নিচের মতো একটি উইনডো আসবে যে খানে আপনার ব্লগ বা ওয়েব সাইট এর Address টি লিখুন এবং continue এ ক্লিক করুন।

How-To-Submit-Blogger-Sitemap-To-Google-Search-Engine

৪ এরপরে ভেরিফাই ওনার শিপ চাইবে আপনি ওয়েবসাইট ওনার হইলে ভেরিফাই করে দিন ।

৫ ভেরিফাই করার পরে আপনার ওয়েব সাইট সিলেক্ট করুন নিচের চিত্রের ১ নাম্বার অপশনটি দেখুনএরপর সাইট ম্যাপ ক্লিক করুন নিচের চিত্রের ২ নাম্বার অপশনটি দেখুন এখন add a new sitemap অপশনে sitemap.xml লিখুন এবং সাবমেটে ক্লিক করুন চিত্রের ৩ এবং ৪ অপশন ভালো করে দেখুন



আপনার কাজ শেষ আশা করি বুঝতে পেরেছেন না পারলে নিচের ভিডিওটি দেখুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আপনার পাশের মানুষটিকে ভালো রাখুন খোদা হাফেজ


কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে Blogger Sitemap সাবমিট করবেন কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে Blogger Sitemap সাবমিট করবেন Reviewed by Anonymous on February 12, 2019 Rating: 5
Powered by Blogger.