কিভাবে ব্লগার Navbar Remove করবেন
কিভাবে ব্লগার Navbar Remove করবেন |
Navbar আমরা যারা ব্লগার ফ্রি ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করি বা টেমপ্লেট ক্রয় করিনা তাদের জন্যে এই পোস্টটি অতি জরুরি ও কাজের প্রফেশনাল ব্লগার টেমপ্লেট ডিজাইন এর জন্য এর চাইতে সহজ ও Best Methods আর নেই সব ধরনের কাষ্টম টেমপ্লেটে লক্ষ্য করলে দেখবেন টেমপ্লেটের বাহিরে এবং Layout অংশে Navbar ও Navbar Widget টি খোঁজে পাওয়া যায় না। কারণ এটি টেমপ্লেটের ভীতর থেকে স্থায়ীভাবে মুছে দেয়া হয়। এগুলি স্থায়ীভাবে ডিলিট না করলে টেমপ্লেট কাষ্টমাইজ করতে অসুবিধা হয়।
কিভাবে NAVBAR ডিলিট করবেন?
১ প্রথমে আপনার ব্লগে লগইন করুন।
পদ্ধতি ১
২ এখন Jump to Widget > Navbar1 অপশনে ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন
৩ এবার Navbar1 অপশনে ক্লিক করলে নিচের চিত্রটিরমত কোড দেখতে পাবেন।
৪ উপরের চিত্রে মার্ক করা লাইন টি ডিলিট করুন এবং Template Save করুন।তাহলে Navbar স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।
পদ্ধতি ২ CSS ব্যবহার করে
১ প্রথমে আপনার ব্লগে লগইন করুন
২ তারপর Template > Edit Html এ ক্লিক করুন এবং ]]></b:skin> সার্চ করুন নিচের কোড টি ]]></b:skin> এর ঠিক ওপরে পেস্ট করে Template Save করে দিন ।
#navbar { visibility: hidden; display: none; }
নিচের ছবির দিকে খেয়াল করুন
পদ্ধতি 3: Alternate CSS
১ প্রথমে আপনার ব্লগে লগইন করুন
২ তারপর Template > Edit Html এ ক্লিক করুন এবং ]]></b:skin> সার্চ করুন নিচের কোড টি ]]></b:skin> এর ঠিক ওপরে পেস্ট করে Template Save করে দিন ওপরের ছবির দিকে খেয়াল করুন ।
# Navbar-iframe { height: 0; width: 0; visibility: hidden; display: none; }
সর্বশেষঃ আপাত দৃষ্টিতে পোষ্টটি সবার কাছে খুবই সহজ মনে হলেও টেমপ্লেট কাষ্টমাইজ করার ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কিভাবে ব্লগার Navbar Remove করবেন
Reviewed by sohel
on
February 05, 2019
Rating: