কিভাবে ব্লগারে ফ্লোটিং সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করবেন



How-to-Add-Floating-Social-Share-Buttons-to-Blogger
কিভাবে ব্লগারে ফ্লোটিং সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করবেন

কেমন আছেন সবাই আশা করছি ভালো বেশ কয়েক দিন পরে আজকে ব্লগ লিখতে বসলাম ব্যেস্ততার কারণে ব্লগে আসতে পারিনাই যাইহোক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শেয়ার কাউন্ট সহ ব্লগারের জন্য ফ্লোটিং সোশ্যাল শেয়ার বাটন। শেয়ার বাটন ব্লগের জন্য অতি জরুরি একটা wigets কারণ ব্লগ যতো শেয়ার হবে আপনার ভিজিটর ততো বাড়বে এটা search engine optimization কিছুটা ভূমিকা রাখে তাই এটা ব্লগে অ্যাড করা অতি জরুরি 


সোস্যাল শেয়ার বাটন এমন একটি বাটন যেটার মাধ্যমে আপনি খুব সহজে সোস্যাল মিডিয়ায় আপনার লেখাকে শেয়ার করতে পারেন বা অন্য কেউ শেয়ার করতে পারে।এই বাটনে এক ক্লিক করেই কোন লেখা শেয়ার করা যায়।এটাতে আছে ফেসবুক,টুইটার,গুগল প্লাস আরো অনেক কিছু 

প্রতি দিন কোটি কোটি মানুষ তাদের প্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে থাকে। অতএব, আপনার নাটকীয়ভাবে আপনার ব্লগ ট্র্যাফিক বৃদ্ধি করার সুযোগ থাকবে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে শেয়ার বাটন যোগ করা যায়।

১ প্রথমে আপনি blogger.com এ লগ ইন করুন এবং > Layout যান

২ এখন সাইডবার বা ফুটার যেখানে আপনি দিতে চান সেখানে যান

৩ নিচের থেকে কোড ডাউনলোড করুন
কোড ডাউন লোড লিংক


৪ এবং  “Add a Gadget” লিংক এ ক্লিক করুন “HTML/JavaScript” gadget নির্বাচন করুন এবং content বক্সে কোডটি পেস্ট করে  দিন নিচের ছবিটি দেখুন

How-to-Add-Floating-Social-Share-Buttons-to-Blogger

৫ ফাইনালি এবার Save করে দিন আপনার কাজ শেষ

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার ব্লগের প্রতিটা ছবির পশে Pinterest এবং Facebook এর ফ্লোটিং শেয়ার বাটন থাকবে।যা আপনাকে আপনার ভিজিটর ধরে রাখতে সাহায্য করবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।




কিভাবে ব্লগারে ফ্লোটিং সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করবেন কিভাবে ব্লগারে ফ্লোটিং সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করবেন Reviewed by sohel on February 01, 2019 Rating: 5
Powered by Blogger.