নির্বাচনের জন্য দেশে ফোরজি সেবা বন্ধ
বর্তমানে দেশের কোনো সিম অপারেটরে 3G (থ্রিজি) অথবা 4G (ফোরজি) সেবা পাওয়া
যাচ্ছেনা। আজ বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর রাত ১০টায় বিটিআরসি’র নির্দেশ
অনুযায়ীদেশের সকল মোবাইল অপারেটর প্রতিষ্ঠান ডাটা এবং ভয়েস উভয় ক্ষেত্রে 3G
(থ্রিজি) এবং 4G (ফোরজি) সেবা বন্ধ করে দিয়েছে। এর জন্য মোবাইলে 3G
(থ্রিজি) এবং 4G (ফোরজি) নেটওয়ার্কে ডাটা সংযোগ চালু করা যাচ্ছে না।
ডাটা এবং ভয়েস উভয় ক্ষেত্রে শুধুমাত্র 2G (টুজি) মোবাইল সেবা চালু আছে।
হঠাৎ করে মোবাইল ডাটা সংযোগ বন্ধ করায় অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
ধারণা করা হচ্ছে নির্বাচন উপলক্ষ্যে অনলাইনে নাশকতা এড়াতে এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।
2G (টুজি) নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলে ডাটা সংযোগ ব্যবহার করা যাবে। এর জন্য মোবাইলের নেটওয়ার্ক সেটিংস থেকে নেটওয়ার্ক মোড ‘2G Only’ অপশন ব্যাবহার করতে হবে। তবে কবে নাগাদ 3G (থ্রিজি) এবং 4G (ফোরজি) সেবা আবার চালু হবে সে নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নির্বাচন শেষে সেবা দুটি আবার চালু হয়ে যাবে। সংবাদটি শেয়ার করে অন্যকে জানান।
নির্বাচনের জন্য দেশে ফোরজি সেবা বন্ধ |
2G (টুজি) নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলে ডাটা সংযোগ ব্যবহার করা যাবে। এর জন্য মোবাইলের নেটওয়ার্ক সেটিংস থেকে নেটওয়ার্ক মোড ‘2G Only’ অপশন ব্যাবহার করতে হবে। তবে কবে নাগাদ 3G (থ্রিজি) এবং 4G (ফোরজি) সেবা আবার চালু হবে সে নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নির্বাচন শেষে সেবা দুটি আবার চালু হয়ে যাবে। সংবাদটি শেয়ার করে অন্যকে জানান।
নির্বাচনের জন্য দেশে ফোরজি সেবা বন্ধ
Reviewed by Anonymous
on
December 30, 2018
Rating: