পিসির ড্রাইভ Virus এর জন্য open না হলে যা করবেন

how-to-remove-virus-from-hard-drive
প্রায়ই দেখা যায় ভাইরাসের (Virus) কারনে আপনার পিসির ড্রাইভ (Hard Drive) যেমন- C,D,E,F মাউসের ডাবল ক্লিকে open করতে যাচ্ছেন তখন open With অপশন আসছে অথবা error মেসেজ দেখাচ্ছে হঠাৎ এ ধরনের সমস্যা আপনার জন্য সত্যি বেশ একটা বিরক্তির কারন হয়ে দাঁড়ায় সাধারনত এই ঘটনাটা ঘটে autorun ভাইরাস অ্যাটাক এর দরুন তাই আমাদের পিসির C,D,E,F বা এই জাতীয় ড্রাইভগুলো যখনই open করতে চাই আমরা ব্যর্থ হয়ে থাকি আবার অনেক সময় দেখা যায় আপনার ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভে অটোরান (autorun.inf) ফাইল রান করছে  সেগুলো Delete করতে যাচ্ছেন কিন্তু Delete হচ্ছে না।

তাই আজকে দেখব কিভাবে এটার একদম সহজ সমাধান করতে পারবেন ।

নিচে সহজ সমাধানগুলো দেয়া হল 


  • প্রথমে windows menu+R প্রেস করে Run এ যান তারপর cmd টাইপ করুন (দেখবেন কম্যান্ড প্রমট ওপেন হয়েছে) ।


  • এবার টাইপ করুন “cd\” তার পরে এন্টার চাপুন। (কোটেশন দিবেন না)
  • এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি D ড্রাইভ হয় তাহলে D: লিখে ইন্টার দিন ।
  • এবার টাইপ করুন ” attrib -r -h -s autorun.inf ”


  • তারপর টাইপ করুন ” del autorun.inf ”

এখন দেখুন আপনার পিসির হার্ড ড্রাইভ ডাবল ক্লিকে(Double Click) ওপেন না হওয়ার সমস্যাটি ঠিক হয়ে গেছে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার ফ্ল্যাশ ড্রাইভ থেকেই autorun.inf ফাইল Delete করতে পারবেন। 



CSS শিখার জন্য বাংলা ইবুক ।


বন্ধুরা সবাই ভাল আছেন তো আসাকরছি খুব ভাল আছেন আমিও আপনাদের দোয়াতে খুব খুব ভাল আছি আজকে আমি আপনাদের খুব কাজের একটি ইবুক শেয়ার করবো   ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।


পিসির ড্রাইভ Virus এর জন্য open না হলে যা করবেন পিসির ড্রাইভ Virus এর জন্য open না হলে যা করবেন Reviewed by sohel on December 29, 2018 Rating: 5
Powered by Blogger.