কিভাবে ব্লগার ব্লগ এর উপর ডান ক্লিক বন্ধ করবেন
কিভাবে ব্লগার ব্লগ এর উপর ডান ক্লিক বন্ধ করবেন |
কেমন আছেন সবাই আশা করছি ভালো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার ব্লগের কপি পেস্ট বন্ধ করার জন্য দারুন একটি ব্লগার টিপস আমরা সবাই অনেক কষ্ট করে ব্লগ লিখি অনেক ব্লগার আছে আমাদের পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে দেয় তাদেরকে শায়েস্তা করার জন্য আমার এই পোস্ট তো চলুন দেখে আসি কিভাবে ব্লগার ব্লগ এর উপর ডান ক্লিক বন্ধ করবো ।
ব্লগারে ডান ক্লিক বন্ধ করতে নীচের ধাপগুলি অনুসরণ করুন আশা করছি হয়ে যাবে ।
১ প্রথমে আপনি আপনার ব্লগে লগইন করুন এরপর Dashboard >Layout এ যান নিচের ছবি দেখেন।
কিভাবে ব্লগার ব্লগ এর উপর ডান ক্লিক বন্ধ করবেন |
২ সাইডবারে বা যে কোনও জায়গায় আপনি 'একটি গ্যাজেট যুক্ত করুন' Add A Gadget এ ক্লিক করুন নিচের ছবি দেখেন।
৩ ‘HTML/Javascript‘ সিলেক্ট করুন এবং নিচের কোডটি কনটেন্ট বক্সে পেস্ট করুন
কোড এখানে ডাউনলোড করুন
৪ এবার নিচের ছবির দিকে খেয়াল করুন নীল চিহ্নিত যায়গায় আপনার ব্লগের এড্রেস দেন ও এবার template save করুন আপনার ব্লগে গিয়ে দেখেন আপনার কাজ হয়ে গেছে আশা করছি বুঝতে পড়েছেন।
বিশেষ দ্রষ্টব্যঃ আমি কোডটি আমার ব্লগে ব্যবহার করেছি তাই কোড আপনাকে ডাউনলোড করতে হবে কপি করতে পারবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবে খোদা হাফেজ।
কিভাবে ব্লগার ব্লগ এর উপর ডান ক্লিক বন্ধ করবেন
Reviewed by sohel
on
February 01, 2019
Rating: