কিভাবে ব্লগারের জন্য লেখক প্রোফাইল বক্স উইজেট তৈরি করবেন
কিভাবে ব্লগারের জন্য লেখক প্রোফাইল বক্স উইজেট তৈরি করবেন |
সবাই কে সালাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই নিশ্চই ভালো।আজকের বিষয় Author Profile box নিয়ে। Author Profile বক্স উইজেটটি একটি ব্লগের জন্যে অতি জরুরি কারণ প্রোফাইল বক্সে আপনার সোশাল নেটওয়াকিং সাইট এর এড্ড্রেস দেয়া থাকে যার কারণে আপনার ভিজিটার অতি সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে।কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কি ভাবে আপনার ব্লগে Author Profile উইজেট যোগ করবেন।
১ Author Profile বক্স উইজেটটি তৈরি করতে, আপনার ব্লগার অ্যাকাউন্টে sing in করুন এবং আপনার ব্লগ dashboard প্রবেশ করুন তারপর ব্লগ Layout এ ক্লিক করুন নিচের ছবিটি দেখুন।
কিভাবে ব্লগারের জন্য লেখক প্রোফাইল বক্স উইজেট তৈরি করবেন |
২ তারপরে আপনার ব্লগের যেখানে Gadge যুক্ত করতে চান সেখানে HTML/JavaScript ক্লিক করুন এর পর একটি কনটেন্ট বাক্স আসবে সেখানে নিচের কোডটি পেস্ট করে দিন নিচের ছবির দিকে খেয়াল করুন
কোডটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার ব্লগে এই কোডটি যুক্ত করার আগে, আপনাকে কোডটি কাস্টমাইজ করতে হবে। যেমন ব্লগের ইউআরএল বা social networking site ইউআরএল।
কিভাবে ব্লগারের জন্য লেখক প্রোফাইল বক্স উইজেট তৈরি করবেন
Reviewed by sohel
on
February 04, 2019
Rating: