I Love You Bangladesh ওয়ার্ডপ্রেস প্লাগইন্স এর প্রথম ভার্সন

wordpress bangla language plugin


প্রিয় পাঠকবৃন্দ আজকে আমি এমন একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন্স এর কথা বলব যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এক ক্লিকে বাংলা ভাষা ইন্সটল করতে সাহায্য করবে ওয়েবে বাংলা ভাষা ছড়িয়ে দেয়ার লক্ষে অতি সম্প্রতি ওয়েবসাইটে আই লাভ ইউ বাংলাদেশ নামক ওয়ার্ডপ্রেস প্লাগইন্স প্রকাশ করার খবর প্রকাশ করেছে উক্ত প্লাগইন্স ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইট কে বাংলায় রুপান্তর করতে পারবেন। 

এখানে অতি সহজ সরল বাংলা ভাষার ব্যবহার করা হয়েছে যেমন- Dashboard এর বাংলা অর্থ খোরোখাতা হলেও তা সার্বজনীন ভাষা নয় , তাই এ প্লাগইন্স টিতে এর অনুবাদ করা হয়েছে ডেসবোর্ড নামে যা অত্যন্ত শ্রুতি মধুর একিভাবে Reply এর অনুবাদ রিপ্লে দেয়া হয়েছে যার ফলে সহজ সরল ও সর্বজন বোধ্য করে আপনার ওয়ার্ডপ্রেস সাইট বাংলা করার ক্ষেত্রে আই লাভ ইউ বাংলাদেশের তুলনা নেই।

এবার দেখুন আই লাভ ইউ বাংলাদেশ ব্যবহার করার ফলে অনুবাদ কৃত কিছু পেজের নমুনা।

wordpress bangla language plugin

লগিন পেজ অনুবাদ করা হয়েছে এভাবে

  • প্লাগইন্স টি কিভাবে ব্যবহার করবেন?

অন্যান্য প্লাগইন্স এর মতই আই লাভ ইউ বাংলাদেশ প্লাগইন্সটি ব্যবহার করতে পারবেন।
প্রথমেই নিচের লিংক থেকে প্লাগইন্সটি ডাউনলোড করে নিন


এর পর কম্পিউটার থেকে আপলোড দিয়ে প্লাগইন্সটি একটিভ করুন আর উপভোগ করুন ঝকঝকে বাংলা।
অথবা প্লাগইন সার্চ বাটনে I Love You Bangladesh লিখে সার্চ দিন। এরপর প্লাগইন্সটি ইনস্টল করে এ্যকটিভ করুন।


পোস্টটি সম্পূর্ণ নিজে কস্ট করে লিখেছি তাই কেউ কপি করে নিজের নামে চালানোর চেস্ট করবেন না যদি করেন তাহলে অবশ্যই DMCA তে আমি রিপোর্ট করব ।


কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান ।


কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে একটি প্রধান কারণ কম্পিউটারের ভুলভাল ফাইল, ফোল্ডার যেখনে ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।
I Love You Bangladesh ওয়ার্ডপ্রেস প্লাগইন্স এর প্রথম ভার্সন I Love You Bangladesh ওয়ার্ডপ্রেস প্লাগইন্স এর প্রথম ভার্সন Reviewed by sohel on April 27, 2015 Rating: 5
Powered by Blogger.