oppo বিরুদ্ধে আবার ডিজাইন নকলের অভিযোগ


তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইতোমধ্যে আইফোন ১০ এর ডিজাইন নকল করা শুরু করেছে অনেক প্রতিষ্ঠান।

চীনা স্মার্টফোন নির্মাতা অপ্পোর নতুন ফোন আর১৩ মডেলটির ডিজাইন নিয়ে নানা মহল শোরগোল তুলেছে। তাদের অভিযোগ, আইফোন ১০ এর ডিজাইনের সঙ্গে অনেক মিল রয়েছে অপ্পোর ফোনটির।
অপ্পো ফোনের ডিজাইন সম্প্রতি ফাঁস হয়েছে। তা থেকে অনেকেই একে ‘অ্যান্ড্রয়েড আইফোন ১০’ বলে অভিহিত করতে শুরু করেছেন।

 ই মাস আগে সর্বশেষ আইফোনের মতো উপরের মাঝ বরাবর কাটা সমৃদ্ধ ডিসপ্লের প্যাটেন্টের জন্য আবেদন করে অপ্পো। সে সময় থেকে গুঞ্জন রটে আইফোন ১০-এর আদলে ফোন বানাবে চীনা প্রতিষ্ঠানটি।
অপ্পো আর১৩ ডিভাইসের পেছনের ক্যামেরার ডিজাইন, সামনের ডিসপ্লের ডিজাইন মিল রয়েছে আইফোনের বিশেষ সংস্করণটির সঙ্গে। এমনকি, ইন্টারফেইসের ‘হোম বার’ দেখতেও অনেকটা একই।
তবে যারা আইফোনের ডিজাইন পছন্দ করেন কিন্তু অপারেটিং সিস্টেম বা দামের কারণে সেটি ব্যবহার করতে পারেন না, তারা ঠিকই বিকল্প এমন কিছু বেছে নেবেন।
এর আগেও ওয়ানপ্লাসের একটি ফোনের ডিজাইন নকল করার অভিযোগ এসেছে অপ্পোর বিরুদ্ধে।
oppo বিরুদ্ধে আবার ডিজাইন নকলের অভিযোগ oppo বিরুদ্ধে আবার ডিজাইন নকলের অভিযোগ Reviewed by sohel on December 17, 2017 Rating: 5
Powered by Blogger.